দ্বিতীয় ইনিংসে উইকেট হারিয়ে বিপর্যয়ে ইংল্যান্ড

0

চট্টগ্রাম : চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ। ৪৫ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংলিশদের ২৭.১ ওভার শেষে ৬২/৫। লিড দাঁড়িয়েছে ১০৭ রানের।

ব্যাট করছেন বেন স্টোকস (৮)। ফিরে গেছেন মঈন আলী (১৪), গ্যারি ব্যালান্স (৯), বেন ডাকেট (১৫), জো রুট (১), অ্যালিস্টার কুক (১২)।

অভিষেকে প্রথম ইনিংসে আঘাত হেনেছিলেন মেহেদী হাসান মিরাজ, নিয়েছিলেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসেও ইংলিশ শিবিরে প্রথম আঘাত হানেন তরুণ অফ স্পিন অলরাউন্ডার। তার পঞ্চম ওভারে মাহমুদউল্লাহকে ক্যাচ দিয়ে ফেরেন অ্যালিস্টার কুক (১২)।

পরের ওভারেই সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ জো রুট (১)। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। নিজের পরের ওভারে এসে বেন ডাকেটকেও ফেরান সাকিব। মুমিনুলকে ক্যাচ দেওয়ার আগে ডাকেট করেন ১৫ রান। লাঞ্চের আগে ২৮ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড।

লাঞ্চের পর দ্রুতই আউট হয়ে ইংল্যান্ডের চাপ আরো বাড়িয়ে দেন গ্যারি ব্যালান্স। তাইজুল ইসলামের প্রথম বলেই ইমরুল কায়েসকে ক্যাচ দেন ব্যাল্যান্স (৯)।

এর আগে মাত্র ২৭ রানেই শেষ ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৪৮ রানে। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করেছে ২৯৩ রান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.