হেরেই গেল বাংলাদেশ

0

চট্টগ্রাম : জিতলে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা জয়টাই হতো। লক্ষ্য ছিল মাত্র ৩৩ রান। সাব্বির রহমান ৫৯ রানে অপরাজিত থেকে আর মাত্র ৩৩ রানের লক্ষ্য পূরণের স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু একেকটি রান তুলতে হিমালয়ের পথ পাড়ি দেওয়ার সমান। সেই কাজটা আর হয়ে ওঠা হলো না। শেষ পর্যন্ত ২২ রানে চট্টগ্রাম টেস্ট জিতে নিল ইংল্যান্ড।

সাব্বির রহমান একাই ওই প্রান্তে দাঁড়িয়ে দেখলেন, বেন স্টোকসের এক ওভারে কীভাবে পরপর ফিরে গেলেন তাইজুল, এরপর শফিউলও। ২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৬৩ রানে অলআউট হলো বাংলাদেশ।

সোমবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনের আট উইকেটে ২৫৩ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। আর ১০ রান যোগ করতেই বেন স্টোকসের বলে এলবিডব্লিউর ফাঁদে পরে বিদায় নেন তাইজুল ইসলাম। এর দুই বল পর এলবিডব্লিউর ফাঁদে পরে বিদায় নেন শফিউলও।

এত কাছে গিয়েও টেস্ট হারা! এত দিন পর খেলতে নামা দলটার কাছ থেকে কেউ হয়তো এত লড়াই আশা করেনি। খোদ কোচ হাথুরু গতকালও বলে গেছেন, তিনি নিজেও ভাবেননি দল জয়ের মতো অবস্থায় থাকবে। (বিস্তারিত আসছে)

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.