যানজটে নাকাল চট্টগ্রামের মানুষ

0

গোলাম সরওয়ার :   চট্টগ্রামের যানজট দিন দিন বাড়ছে, নাকাল চট্টগ্রামের মানুষ। ৬০ বর্গকিলোমিটারের চট্টগ্রামে ৬০ লাখ মানুষের বসবাস।যানজটে নাকাল নগরবাসী। নগরীর যেখানে সেখানে গাড়ি পার্কিং ও থামানোর কারণে গুরুত্বপূর্ণ সড়ক থেকে অলিগলি সবখানেই জনগণের ভোগান্তি।

নগরীর প্রধান কয়েকটি সড়ক চকবাজার, জুবলী রোড,আন্দরকীল্লা, মোমিনরোড, বহর্দ্দারহাট, নিউমার্কেট চারপাশ সড়কগুলো, দেওয়ানহাট থেকে আগ্রাবাদ, ইপিজেড সড়ক, চট্টগ্রাম বন্দর সড়ক, বিমান বন্দর সড়কসহ গুরুত্বপূর্ণ সড়কেও একই অবস্থা।

ট্রাফিক বিভাগের দাবি, চালকরা আইন মানছে না, আর মেয়র বলছেন, সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হচ্ছে।

এ অবস্থায় ট্রাফিক ম্যানেজমেন্টসহ পরিকল্পিত অবকাঠামো নির্মাণের পরামর্শ নগরপরিকল্পনাবিদদের।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.