আগামীকাল থেকেই রোজা শুরু

0

সিটিনিউজবিডি  :   প্রথম রোজায় চটগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার থেকে রোজা শুরু হওয়ায় বৃহস্পতিবার দিবাগত রাতেই এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হবে মাহে রমজান।

বুধবার সন্ধ্যায় রমজান মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে বাদ মাগরিব ১৭ সদস্যের জাতীয় চাঁদ দেখা কমিটির সন্ধ্যা সাড়ে ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে সভায় আগামী শুক্রবার থেকেই রোজা শুরু হচ্ছে এ সিদ্ধান্ত জানানো হয়।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ‘আজ (বুধবার) বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই ১৮ জুন বৃহস্পতিবার শাবান মাস পূর্ণ হবে। ১৯ জুন শুক্রবার থেকে মাহে রমজান শুরু হবে।’

সেই সঙ্গে আগামী ১৪ জুলাই মঙ্গলবার লাইলাতুল কদর পালিত হবে বলেও জানান তিনি।

সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী বাবুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজাল, পরিচালনা পর্ষদের সদস্য মেজবাউর রহমান চৌধুরীসহ কমিটি সব সদস্যদের সঙ্গে আবহাওয়া অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের প্রতিনিধিসহ সরকারের ১৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.