রাউজানে জনগণ বিশেষ মহলের কাছে জিম্মি

0

স্টাফ রিপোর্টার : রাউজান উপজেলাকে বাংলাদেশের একটি ‘‘সন্ত্রাস কবলিত এলাকা’’ হিসাবে আখ্যায়িত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতৃবৃন্দ।

আওয়ামীলীগের একটি ‘‘বিশেষ মহল’’ এলাকায় সাধারন মানুষকে জিম্মি করে রেখেছে এমন অভিযোগ এনে বিএনপি নেতারা বলেন, ভিন্নমত ও লোকজন রাউজানে নিরাপদ নেই।
গতকাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উত্তর জেলা বিএনপি নেতারা বলেন, ১৪ অক্টোবর রাউজানের নোয়াপাড়ায় ‘‘সন্ত্রাসী’’ কালা হারুন খুনের ঘটনায় মামলায় উপজেলা বিএনপি ও ছাত্রদলকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনে বিএনপির সদস্য সচিব কাজী আব্দুল্লাহ আল হাসান বলেন, যারা রাউজান নিয়ন্ত্রণ করে, তারা সন্ত্রাসের ইন্ধনদাতা। আর আপনারাতো জানেন তিনি কে ?
এটা বলার দরকার আছে বলে বলে মনে করিনা। রাউজানের সাবেক মেয়র লিখিত বক্তব্যে বলেন, এই খুনের ঘটনার মামলায় পুলিশ প্রবাসে অবস্থানরত গত ইউপি নির্বাচনে প্রার্থী জসিম উদ্দিন ও তার প্রবাসী ভাই আজিম উদ্দিনকে আসামী করে। অথচ জসিম গত ৬ মে ও তার ভাই আজিম ১৯ জুলাই দুবাই চলে যান। তারা সেখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন। এ বিএনপি নেতা প্রশ্ন রাখেন, দুবাই থেকে তারা কিভাবে এ হত্যাকাণ্ড ঘটালো ?

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.