ভেঙে পড়ল নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান

0

অনলাইন ডেস্ক : ভারত সফরকালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কির বিমান ভেঙে পড়েছে। মুম্বাইয়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের জন্য জন কির সোমবার ভারতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু বিমান ভেঙে পড়ায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সফর বাতিল করেছেন তিনি।

কির মুখপাত্র মাইকেল ফক্স জানান, ‘উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মুম্বাইয়ের ব্যবসায়ীদের সঙ্গে তার পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন। এর পরিবর্তে মঙ্গলবার তিনি সরাসরি নয়াদিল্লি পৌঁছাবেন। খবর এনডিটিভির।

মাইকেল ফক্স জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী জন কির বিমান এয়ার ফোর্স বোয়িং ৭৫৭ অকল্যান্ডের হোয়েনুপাই বিমানঘাঁটি থেকে উড়াল দিয়ে টাউনভিলে গিয়ে অবতরণ করে। এখান থেকে জ্বালানি ভরে উড়াল দেয়ার সময় বিমানটি ভেঙে পড়ে।’

দুর্ঘটনার বিস্তারিত বিবরণ না জানিয়ে তিনি বলেন, ‘এটা সামান্য ঘটনা, এতে কোনো হতাহত হয়নি। তবে যান্ত্রিক ত্রুটিতে বিমানটি আর চালু হচ্ছে না।’

নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর ভারত সফর, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে সহায়ক হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.