মোবাইল চার্জার বিস্ফোরণে যুবকের মৃত্যু

0

সিটিনিউজবিডি : ঢাকার আশুলিয়ায় মোবাইল চার্জার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দম্পতির একজন বুধবার সকালে মারা হয়েছেন। নিহত জাফর (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন। তার স্ত্রী (দুলালী বেগম) একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, গত ২২ অক্টোর রাতে আশুলিয়ার পলাশপুর গ্রামের বাড়িতে মোবাইল চার্জার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে দগ্ধ দম্পতিকে ঐদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আজ সকালে জাফর মারা যান। তিনি জাফর এনভয় গ্রুপের নিরাপত্তা প্রহরী ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.