চট্টগ্রামে ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ

0

সিটিনিউজবিডিঃ চট্টগ্রাম মহানগরীর রিয়াজউদ্দিন বাজার থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে কোস্টগার্ড পূর্ব জোন। শুক্রবার সকাল ৮ টার দিকে এগুলো জব্দ করা হয়। কোস্টগার্ডের লেফট্যানেন্ট কমান্ডার এম দুরুল হুদা জানান, কোস্টগার্ড বেস চট্টগ্রামের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে ৩৩৬টি থ্রি-পিস এবং ৩২৪০ পিস ভারতীয় শাড়ি জব্দ করে। যার বাজার মূল্য আনুমানিক ৭১ লাখ ৫২ হাজার টাকা।

তিনি জানান, চোরাকারবারীরা সরকারের নির্দিষ্ট কর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে শাড়ি-কাপড় এনে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে গুদামজাত করার চেষ্টা করছিলো। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দল পালিয়ে যায় । পরবর্তীতে কোস্টগার্ড শাড়ি ও থ্রি-পিসগুলো জব্দ করে। এই ঘটনায় কোন যানবাহন বা কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। দুরুল হুদা জানান,জব্দকৃত মালামাল চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.