চালের চালবাজি ঠেকাতে মাঠে দুদক

0

গোলাম সরওয়ার : ১০ টাকা কেজি দরের চাল বিক্রির সব ধরণের অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে আজ থেকে মাঠে নামছে দুদক। এজন্য দুর্নীতি দমন কমিশনের ২২ জেলার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক ও সহকারী পরিচালককে প্রধান কার্যালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।
চাল সংশ্লিষ্ট দুর্নীতিবাজদের তথ্য-উপাত্তসহ আইনের আওতায় আনতে হবে। দুর্নীতিবাজদের ধরতে আজ থেকে সাঁড়াশি অভিযান শুরু করেছে দুদক।
এ জন্য দুদকের দেড় শতাধিক কর্মকর্তা মাঠে থাকবেন। এছাড়া গত সাত দিনে অভিযানে চাল বিক্রির অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে দুদক। চাল নিয়ে চালবাজি ঠেকাতে দুদকের এই অভিযানকে স্বাগত জানিয়েছে সচেতন মহল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.