দক্ষিণ চট্টগ্রামে অবৈধ গ্যাস ব্যবসা কাভার্ডভ্যানে

0

গোলাম সরওয়ার : চট্টগ্রামে কাভার্ডভ্যানকে অস্থায়ী ফুয়েলিং স্টেশন বানিয়ে অবাধে বিক্রি হচ্ছে গ্যাস। সিএনজি অটো রিক্সাগুলো এসব রিফুয়েলিং ষ্টেশন থেকে জ্বালানী (গ্যাস) সংগ্রহ করে।

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে এভাবে অবাধে এই গ্যাস বিক্রি হয়ে আসছে। এখন নতুন করে চন্দনাইশে ঝুঁকিপূর্ণ এই ব্যবসা শুরু হয়েছে।
স্থানীয় প্রশাসন এই অবৈধ ব্যবসা বন্ধে কোন ব্যবস্থা না নেওয়াতে জমজমাট হয়ে উঠেছে এই ব্যবসা। এসব থানার ওসি ও দারোগারা এই ব্যবসা থেকে প্রতিদিন আদায় করে টাকা। এমনকি হাইওয়ে পুলিশও এই ব্যবসার নেপথ্যে কাজ করছে।
বাঁশখালীতে বর্তমানে এই ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু সিন্ডিকেট এই ব্যবসায় জড়িত। সরকারদলীয় রাজনৈতিক প্রভাবশালী মহল পুলিশকে ম্যানেজ করে জামায়াতের লোকদের সাথে যৌথভাবে চালায় এই ব্যবসা। সরকারদলীয় লোক ও জামায়াত এই ব্যবসায় যেন মাসতুতো ভাই। কেজিডিসিএল, জেলা প্রশাসন ও জেলা ‍পুলিশের কোন নির্দেশনাই আমলে নিচ্ছেনা মাঠ পর্যায়ের পুলিশ কর্তারা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.