পাকিস্তানে ৯ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড

0

অনলাইন ডেস্ক : সন্ত্রাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। ৯ সন্ত্রাসীর মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করলেন দেশটির সেনা প্রধান রাহিল শরিফ। ওই ৯ পাক সন্ত্রাসীদের জঘন্য অপরাধের শাস্তি হিসেবেই পাকিস্তানের সেনা প্রধান মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছেন বলে দাবি করেছে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন (ISPR)।

চিফ অব দ্য আর্মি স্টাফ তাদের ফেসবুকের পাতায় উল্লেখ করেছে, “৯ মিলিট্যান্ট জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। পাকিস্তানের বহু সাধারণ মানুষ, এই সন্ত্রাসীদের সন্ত্রাসের শিকার হয়েছেন। প্রাণ গিয়েছে সাধারণ নাগরিকদের। পাকিস্তান সৈন্যদের ওপরও আক্রমণ করেছে এই ৯ মিলিট্যান্ট। এই সমস্ত অপরাধকে বিচার বিবেচনা করেই কঠোর শাস্তির রায় দিয়েছেন আর্মি প্রধান”।

এরা হলেন, সাজিদ, জাভেদ খান, ফজল-ই-হক, ফজল রহমান, জাহিদ খান, উমর সাইদ, রহমত, ওয়াক্ত ওয়ালি এবং নাজির আহমেদ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.