রাজধানীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

0

সিটিনিউজবিডি : রাজধানীর চকবাজার এলাকায় যমুনা টিভির দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- অভি, শাওন হাওলাদার এবং হাবিবুর রহমান।

মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম অর রশিদ তালুকদার।

তিনি বলেন, সোমবার রাত সোয়া ৯টায় অভি ও শাওন হাওলাদারকে চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের সংবাদের ভিত্তিতে আজ (মঙ্গলবার) দুপুরে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

অভির বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানায়। শাওন হাওলাদারের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানায় এবং হাবিবুর রহমানের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানায়। বর্তমানে তারা চকবাজার থানার দেবীদাস ঘাটের লন এলাকায় বসবাস করেন।

গত ৬ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যমুনা টিভির প্রতিবেদক শাকিল হাসান ও ক্যামেরাপারসন শাহিন চকবাজারে অবৈধ পলিথিন প্রস্তুতকারী কারখানায় সংবাদ সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন। শাকিল হাসানকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা চালানো হয়। হামলায় তারা জখম হন এবং তাদের ক্যামেরা ভাংচুর করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.