চট্টগ্রামে বিএনপির রাজনীতি অনুমতি সাপেক্ষে চলছে

0

জুবায়ের সিদ্দিকী : চট্টগ্রামে আওয়ামীলীগ সক্রিয় হলেও বিএনপির রাজনীতি যেন অনুমতি সাপেক্ষে পর্যায়ে চলে গেছে। কর্মসূচী কখনো নাসিমন ভবন বন্দী, কখনো ঘরবন্ধী। সাংগঠনিক অবস্থা বিএনপির দ্বন্দ্ব ও গ্রুপিং রাজনীতির বলয়ে আটকে আছে। ছাত্রদলের বেশীরভাগ নেতার ছাত্রত্ব চলে গেছে বহু আগে তারপরেও তারা ছাত্রদল নেতা। অনেকে সন্তানের পিতা হয়েছেন। মহানগরী থেকে মফস্বলে বিএনপির মূল দল থেকে শুরু করে সহযোগী সব সংগঠনের নেতাকর্মী ভয়ে গুটিয়ে আছেন।

নগরীতে নেতাকর্মীগণ দলীয় কর্মসূচীতে অংশ নিতে পারলেও মফস্বলের অবস্থা খুবই খারাপ। মফস্বলের বেশিরভাগ নেতাকর্মীগণ শহরে বসবাস করেন।
একদিকে পুলিশ, অন্যদিকে, সরকারি দল, মামলা, হামলা- এর মধ্যে মফস্বলের বিএনপির নেতাকর্মীরা বেহাল অবস্থায় যাযাবরের মত আছেন।
অন্যদিকে, আওয়ামীলীগের প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে নগরীতে সাংগঠনিক কর্মকাণ্ড এগিয়ে চলছে সুশৃঙ্খলভাবে না হলেও ঢাকঢোল পিটিয়ে। রাজনীতির মানচিত্রে আওয়ামীলীগ ক্ষমতার বাহিরেও থাকলেও যেভাবে রাজপথে সক্রিয় থাকে সেভাবে ক্ষমতায় থাকলেও সক্রিয়। সেভাবে বিএনপি সাংগঠনিক কর্মকাণ্ডে এগিয়ে নেই শুধু সাহসিকতা ও ত্যাগে দীপ্ত না থাকায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.