রাজশাহীকে ১৩৪ রানের টার্গেট দিলো খুলনা

0

খেলাধুলা : বিপিএলের চতুর্থ আসরের তৃতীয় ম্যাচে সাব্বির রহমানের রাজশাহী কিংসকে ১৩৪ রানের টার্গেট দিয়েছে খুলনা টাইটান্স। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

খুলনার হয়ে সর্বোচ্চ ৩২ রান করে করেন রিকি ওয়েসয়েলস ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আর রাজশাহী কিংসের হয়ে ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে পাঁচ উইকেট তুলে নেন ডান হাতি পেসার রাজু।

এর আগে পর পর দুই বলে দুই উইকেট হারিয়ে বিপাকে খুলনা টাইটান্স। দুই সেট ব্যাটসম্যান  মাহমুদউল্লাহ রিয়াদ ও অলক কাপালি লম্বা শট খেলতে গিয়ে ক্যাচের শিকার হন। নিজের প্রথম ও ইনিংসের চতুর্থ ওভারে রাজশাহীকে ব্রেকথ্রু এনে দেন ইংল্যান্ড সিরিজের (টেস্ট) নায়ক মেহেদী হাসান মিরাজ। দলীয় ১৮ রানের মাথায় ক্লিন বোল্ড হয়ে ফেরেন নিকোলাস পুরান (১৪)। এরপর বেশ কয়েকটা ওভার পর আবারো উইকেট উল্লাসে মাতেন স্যামি-সাব্বির-মিরাজরা। টানা দুই ওভারে দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় খুলনা।

আবুল হাসানের করা দশম ওভারের শেষ বলে রিভার্স সুইপ করতে গিয়ে ওমর আকমলের হাতে ধরা পড়েন রিকি ওয়েসেলস (২২ বলে ৩২)। পরের ওভারের দ্বিতীয় বলেই আব্দুল মজিদকে (২৫ বলে ১৫) নুরুল হাসানের গ্লাভসবন্দি করেন স্পিনার সামিত প্যাটেল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.