চিন্তা নেই,চাকরি খুজে দেবে ফেসবুক

0

চিন্তা নেই,চাকরি খুজে দেবে ফেসবুকফেসবুক যে শুধুমাত্র বিনোদনের জন্য তা নয় এখন থেকে এই সোশ্যাল মাধ্যমে এখন আপনি চাকরি খুজতেপারবেন। বন্ধুত্ব, সেলফি, চ্যাট, প্রোমোশনের পর এখন থেকে চাকরি পেতেও সাহায্য করবে ফেসবুক। গত কয়েকদিন আগে ফেসবুকের পক্ষ থেকে এমনই ইনফরমেশন দেওয়া হয়, পেজ অ্যাডমিনরা নিজেদের পেজে ‘জব ক্রিয়েট’ অপশন দিয়ে চাকরির খবর পোস্ট করতে পারবেন এবং সেই পেজে অ্যাপ্লিকেশনও রিসিভ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনে সফল হলে কিছুটা ধাক্কা খেতে পারে লিঙ্কডিন কর্পোরেশনের রিক্রুটিং বিজনেস। ফেসবুকের এক মুখপাত্র সাংবাদিকদের জানান, অনেক ছোটখাটো ব্যবসায়ী এখন নিজেদের সংস্থায় চাকরির খবর ফেসবুক পেজে পোস্ট করেন। এই কাজই আরও ভালোভাবে করতে আমরা ‘জব ক্রিয়েট’ নিয়ে আসার কথা ভেবেছি। এই মুহূর্তে লিঙ্কডিনের আয়ের মূল উৎস বিভিন্ন সংস্থার চাকরির পোস্ট ও যারা চাকরি খুঁজছেন তাঁদের বায়োডেটার জন্য দেওয়া অর্থ থেকে। ফেসবুক জব ক্রিয়েট অপশনের ক্ষেত্রেও সোশ্যাল মিডিয়ায় অর্থের বিনিময় চাকরির খবর পোস্ট করতে পারবে বিভিন্ন সংস্থা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.