ভারতে আকাশছোঁয়া দামে লবণ বিক্রি

0

অনলাইন ডেস্ক : ‘দেশে লবণের ঘাটতি দেখা দিয়েছে’ হোয়াটসঅ্যাপের মাধ্যমে এমন এক গুজব ছড়িয়ে পড়লে লবণ কেনার হিড়িক শুরু হয় উত্তরপ্রদেশ-উত্তরাখাণ্ডসহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। এতে মুহুর্তেই লবণের দাম বেড়ে দাঁড়ায় ৩০০ থেকে ৪০০ রুপিতে।

এ সমস্ত কিছু শুরু হয় শুক্রবার। ওই গুজব ছড়াতেই মানুষজন নিজেদের সাধ্যমতো লবণের প্যাকেট কিনে মজুদ শুরু করেন।

নিউজ১৮ ডটকম জানিয়েছে, ওই গুজব ছড়াতেই শুক্রবার দুপুরবেলা আচমকা উত্তরপ্রদেশর মানুষ দোকানে দোকানে গিয়ে প্যাকেটের পর প্যাকেট লবণ কিনতে শুরু করে। মিনিটের মধ্যে দোকানগুলোর সমস্ত লবণ শেষ হয়ে যায়।

উত্তরাখাণ্ডের এক দোকানদার জানান, ৫ মিনিটে ৫০ কিলো লবণ বিক্রি হয়ে যায়। এরপর মজুদ লবণ বের করলেও তাও মুহুর্তের মধ্যে শেষ হয়ে যায়।

ভারতের খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান বলেছেন, দেশে লবণের কোনো ঘাটতি নেই। অযথা মানুষকে গুজবে কান দিয়ে আতঙ্কিত হতে মানা করেছেন তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.