কর্ণফূলীর খালে তেল অপসারণে কাজ শুরু

0

সিটিনিউজবিডি :   রেল সেতু ভেঙে বোয়ালখালীতে বিদ্যুৎ কেন্দ্রের তেলবাহী ওয়াগনের ইঞ্জিনসহ চারটি ট্যাংকার কর্ণফূলী খালে পড়ে যাওয়ার ঘটনায় খালে ছড়িয়ে পড়া তেল অপসারণে কাজ শুরু করেছে কোস্ট গার্ডের দুইটি হাই স্পিড বোট।

‘ডিফেন্ডার বোট’ ও ‘ম্যাটাল সার্ক’ নামের এই দুই হাই স্পিড বোর্ট রোববার বেলা ১২টা থেকে কাজ শুরু করেছে।

ঘটনাস্থলে থাকা কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা লে. কমান্ডার দুরুল হুদা বলেন, ‘বেলা ১২টা থেকে আমাদের দুইটি হাই স্পিড বোট কাজ শুরু করেছে। তেল অপসারণে অভিজ্ঞতা সম্পন্ন কোস্টগার্ড সদস্যরা এতে অংশ নিয়েছেন। ফোমের মাধ্যমে খাল থেকে তেল তুলে নেয়া হচ্ছে। খালে ছড়িয়ে থাকা তেলের পরিমাণ বেশী হয়। আজকে অথবা কালকের মধ্যে এসব তেল অপসারণ করতে পারবো আমরা।’

এছাড়া তেল অপসারণ করতে চট্টগ্রাম বন্দরের একটি টাগ বোর্ট আসছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা লে. কমান্ডার দুরুল হুদা।

এর আগে রেলসেতু ভেঙে তেল পানিতে মেশার ঘটনার পর সংশ্লিষ্ট সবগুলো মন্ত্রণালয় ও দপ্তরকে বিষয়টি অবহিতকরার পরও যথাযথ সাড়া পাননি বলে অভিযোগ করেন স্থানীয় সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল। রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ ধরনের সমন্বয়হীনতার বিষয়ে ক্ষতিয়ে দেখার জন্য স্পিকাররের কাছে রুলিং দাবি করেন।

এদিকে চারটি ট্যাংকার খালে পড়ে যাওয়ার ঘটনাস্থল পরিদর্শনে এসে রোববার সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘ডুবে যাওয়া তেলবাহী ওয়াগনের যে তেল এখন নদীতে ভাসছে, সেই তেল বাংলাদেশ পেট্টোলিয়াম করপোরেশনের মাধ্যমে ৩০ টাকা লিটার দরে কিনে নেবে সরকার। স্থানীয়দের ব্যাপকভাবে তেল তোলার জন্য আহ্বান করছি।’

গত শনিবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মকবুল হোসেন বলেছেন, ‘পানিতে তেল ছড়িয়ে পড়লে তা অপসারণের কোনো ব্যবস্থা অমাদের নেই। এক্ষেত্রে সুন্দরবনের শেওলা নদীতে যেভবে স্থানীয়রা সনাতনী পদ্ধতিতে তেল অপসারণ করেছে, পারলে কর্তৃপক্ষ সেটি করতে পারে।’
এছাড়া খালের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ফসলী জমি, জলায়শয় ও পুকুরেও এই তেল ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে অনেক পুকুরের মাছ মারা যেতে শুরু করেছে বলে স্থানীয়রা জানিয়েছে। খালের ছোট ছোট মাছ ও বিভিন্ন জলজ প্রাণীও মরে ভেসে উঠেছে বলে জানা যায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.