পাকিস্তানে মাজারে বিস্ফোরণে নিহত ৫২

0

অনলাইন ডেক্স : পাকিস্তানের বেলুচিস্তানে এক সুফি মাজারে জঙ্গি বোমা হামলায় বিস্ফোরণে নিহতের সংখ‌্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে, আহত হয়েছেন শতাধিক মানুষ।

শনিবার সন্ধ‌্যায় প্রত্যন্ত কুজদার জেলায় শাহ নূরানী মাজারে যখন বিস্ফোরণ ঘটে, তখন সেখানে প্রতিদিনের মত ধামাল (ঐহিত্যবাহী সুফি নৃত‌্য-গীত) চলছিল।

কয়েকশ মানুষ তাতে অংশ নিচ্ছিল বলে জেলা প্রশাসক হাশিম গলজাই রয়টার্সকে জানিয়েছেন।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বাগতি জানান, বিস্ফোরণে নিহতের সংখ‌্যা বেড়ে ৫২ জন হয়েছে, আরও অন্তত ১০৫ জন আহত হয়েছেন, যাদের অনেকেই নারী ও শিশু।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ হামলার নিন্দা জানিয়েছেন।

তবে এটা আত্মঘাতী হামলা, না পুঁতে রাখার বোমায় বিস্ফোরণ ঘটানো হয়েছে- সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে বাগতি জানান।

কুজদার জেলার যোগাযোগ ভালো না হওয়ায় জরুরি উদ্ধারকর্মীদের সেখানে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।

গুরুতর আহতদের চিকিৎসার জন্য করাচি নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

মাজারের খাদেম নওয়াজ আলী জানান, প্রতিদিন সূর্যাস্তের সময় ওই মাজারে ধামাল চলে। পাকিস্তানের বিভিন্ন অঞ্চল, এমনকি ইরান থেকেও সুফিবাদের অনেক ভক্ত ওই মাজারে যান।

গত চার মাসের মধ্যে বেলুচিস্তানে তৃতীয় বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা এটি।

অক্টোবরে বেলুচিস্তানের কোয়েটা শহরে একটি পুলিশ প্রশিক্ষণ কলেজে সন্ত্রাসী হামলায় ৫৯ জন নিহত হয়। সে সময়ও আইএস ওই হামলার দায় স্বীকার করে।

তার আগে অগাস্টে ওই কোয়েটা শহরেই একটি হাসপাতালে সন্ত্রাসী হামলায় ৭০ জন নিহত হন, নিহতদের অধিকাংশই ছিলেন আইনজীবী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.