আগামীকাল থেকে চট্টগ্রামে বিপিএল টিকিট বিক্রি

0

খেলাধুলা : বিপিএলের চতুর্থ আসরের দ্বিতীয় পর্বের লড়াই দেখার অপেক্ষায় চট্টগ্রামবাসী। চট্টগ্রামে বিপিএল টিকিট কাল মঙ্গলবার (১৫ তারিখ) থেকে দেয়া শুরু হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিটের মূল্য এবং প্রাপ্তিস্থান সম্পর্কিত তথ্যসমূহ জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এবারের বিপিএল ম্যাচে খেলা হবে মোট ৪৬টি। যার ১১টি ম্যাচ বন্ধরনগরী চট্টলার মাঠে গড়াবে। আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের চাটগাঁ পর্ব। চলবে ২২ নভেম্বর পর্যন্ত। সব কটি ম্যাচই অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

নির্ধারিত টিকিট মূল্যঃ পূর্ব গ্যালারি-২০০ টাকা, পশ্চিম গ্যালারি-৩০০ টাকা, ক্লাব হাউস-৫০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি-৫০০ টাকা, গ্রান্ডস্ট্যান্ড-২০০০ টাকা, রুফটপ-২০০০ টাকা এবং হসপিটালিটি বক্স-৫০০০ টাকা।

চট্টগ্রাম বিপিএলের প্রথম ম্যাচে দুপুর দুইটায় মুখোমুখি হবে স্বাগতিক চিটাগাং ভাইকিংস এবং ঢাকা ডায়নামাইটস আর সন্ধ্যা ৭টায় মাঠ মাতাবে রংপুর রাইডার্স এবং বরিশাল বুলস।

২২ তারিখে চট্টগ্রাম পর্ব শেষ করে ২৫ নভেম্বর আবার ঢাকায় ফিরবে বিপিএল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.