মুক্তিযুদ্ধের ৪৫তম বার্ষিকীতে সম্মানিত হচ্ছেন লিয়ার লেভিন

0

সিটিনিউজবিডি : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সঙ্গীদের নিয়ে যুদ্ধকবলিত বাংলাদেশে আসেন মার্কিন চলচ্চিত্রকার লিয়ার লেভিন। অসীম সাহস নিয়ে কাছ থেকে মুক্তিযুদ্ধকে ক্যামেরায় ধারণ করেন। তার ধারণ করা ফুটেজ থেকে পরবর্তীতে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ ‘মুক্তির গান’ নামে প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের আত্মিক চেতনা তুলে ধরার ক্ষেত্রে এই প্রামাণ্যচিত্রটি গ্রহণযোগ্যতা পেয়েছে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪৫তম বার্ষিকীতে লিয়ার লেভিনকে সংবর্ধনা দিচ্ছে টরন্টো ফিল্ম ফোরাম। আগামী ১৮ ডিসেম্বের বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই বন্ধুকে সংবর্ধিত করা হবে। ৯ ডজ রোডের রয়্যাল কানাডীয়ান লিজিয়ন হলে এই সংবর্ধনা অনুষ্ঠানে চলচ্চিত্র প্রদর্শনী, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরা, মুক্তিযুদ্ধের সূর্য সন্তানদের প্রতি সম্মান জানানো, স্মরণিকা প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে টরন্টো ফিল্ম ফোরাম।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.