সদুদ্রবন্দরে ৩ নং সতর্কতা সংকেত

0

সিটিনিউজবিডিঃ বঙ্গোপসাগরে নিম্নচাপ কমে গেলেও বায়ুচাপের তারতম্যের কারণে দেশের সব সদুদ্রবন্দরে ৩ নং সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে রোববার বিকাল তিনটায় গোপালপুর এবং পুরী মধ্যে দিয়ে ঊড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। বর্তমানে ঊড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় সুষ্পষ্ট লঘুচাপ রূপে অবস্থান করছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের জন্য বলা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.