দ্রুত নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি সিইউজে’র

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন প্রতিনিধি ইউনিটের সভা থেকে কর্মরত সাংবাদিকদের জন্য দ্রুত নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানানো হয়েছে।

রোববার দুপুরে সিইউজে কার্যালয়ে প্রতিনিধি ইউনিট প্রধান সমীর কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে বক্তারা বলেন, কর্মরত সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড ঘোষণা এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য নতুন ওয়েজ বোর্ড ঘোষণায় আন্তরিক হলেও এখনো পর্যন্ত কার্যকরী কোন উদ্যোগ দেখা যাচ্ছে না।
সাংবাদিক নেতৃবৃন্দ সভায় বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল ঘোষণা হলেও অদ্যাবধি সাংবাদিকদের নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয়নি। দুর্মূল্যের বাজারে কর্মরত সাংবাদিকদের দিনযাপন অনেক কঠিন হয়ে পড়ছে।
সাংবাদিক নেতারা অবিলম্বে ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানিয়ে বলেন, অন্যথায় চট্টগ্রামসহ সারাদেশের সাংবাদিকরা ঐক্যব্ধভাবে আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে।
সিইউজে’র সাংগঠনিক সপ্তাহের অংশ হিসেবে অনুষ্ঠিত এ ইউনিট সভায় বক্তব্য রাখেন সিইউজে’র সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বিএফইউজে’র সহ সভাপতি শহীদুল আলম, চট্টগ্রাম প্রেক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সিইউজে’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, সিইউজে’র সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, প্রাক্তন সভাপতি মোস্তাক আহমদ, প্রাক্তন সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সিইউজে’র যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টচার্য, সাংবাদিক সৈয়দ আবদুল ওয়াজেদ, শাহরিয়ার হাসান, খোরশেদুল আলম শামীম, মিন্টু চৌধুরী, গোলাম মর্তুজা আলী, পুলক সরকার, প্রীতম দাশ, মহরম হোসাইন, অনুজ দেব বাপু প্রমুখ।
সভা থেকে দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সৈয়দ আবদুল ওয়াজেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় সিইউজে’র পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য এর আগে দৈনিক আজাদী ইউনিটের সাংগঠনিক সভা ইউনিট প্রধান হাসান আকবরের সভাপতিত্বে, পূর্বকোণ ইউনিটের সাংগঠনিক সভা ইউনিট প্রধান মিহরাজ রায়হান এর সভাপতিত্বে, সুপ্রভাত বাংলাদেশ ইউনিটের সাংগঠনিক সভা ইউনিট প্রধান সম ইব্রাহিমের সভাপতিত্বে, টেলিভিশন ইউনিটের সভা ইউনিট প্রধান হাসান ফেরদৌসের সভাপতিতেত্বে, পূর্ব প্রিয় চট্টগ্রাম ইউনিটের সাংগঠনিক সভা আবদুর রউফ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.