যাচাই-বাছাই করেই আয়কর নেয়া হবে

0

সিটিনিউজবিডিঃ গত বছরগুলোতে আয়কর দাতারা সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে আয়কর বিবরণী জমা দিলে তা পরীক্ষা-নিরীক্ষা করতে পারতেন না কর্মকর্তারা । তবে এখন থেকে সব করদাতার আয়কর বিবরণী যাচাই-বাছাই করবেন কর কর্মকর্তারা। যাচাই-বাছাই না করে আয়কর বিবরণীর প্রাপ্তি স্বীকারপত্র করদাতাকে দেবেন না কর কর্মকর্তারা। করদাতারা আয়-ব্যয় বিবরণী জমা দিয়ে যে কর দিতেন, তা বিনা প্রশ্নে মেনে নিতেন কর কর্মকর্তারা। সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি হলো করদাতা নিজেই আয়-ব্যয় হিসাবনিকাশ শেষে করের পরিমাণ নির্ধারণ করে বার্ষিক বিবরণী জমা দেন। এটা করদাতার চূড়ান্ত করনথি মূল্যায়ন। অবশ্য পরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদন নিয়ে এক থেকে দুই শতাংশ করদাতার করনথি নিরীক্ষা করে সংশ্লিষ্ট কর অঞ্চলগুলো। আয়কর বিবরণীতে দেওয়া কোনো তথ্যের ভুল রয়েছে কি না কিংবা কর নির্ধারণের হিসাবমতে কোনো ভুল আছে কি না, তা যাচাই-বাছাই করে করদাতাকে প্রাপ্তি স্বীকারপত্র দেবেন। অর্থবিল ২০১৫-এ আয়কর অধ্যাদেশের ৮২ (বিবি) ধারা সংশোধন করে এ নতুন বিধান করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.