জেলা পরিষদ নির্বাচনে সদস্যপদে আবু আহমদ জুনু চন্দনাইশের একক প্রার্থী মনোনীত

0

এস. কফিল : ২৮ ডিসেম্বর আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ১১ নম্বর আসনের সদস্যপদে প্রার্থী নির্ধারণের লক্ষ্যে এবং চন্দনাইশের সার্বিক উন্নয়ন, সমস্যা চিহ্নিতকরণে চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের এক সমাবেশ দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহসভাপতি বরকল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা মিলনায়তনে আয়োজিত উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী, আধুনিক বাংলাদেশের বিনির্মাতা শেখ হাসিনা ক্ষমতা বিকেন্দ্রীকরণে জেলা পরিষদে সরাসরি নির্বাচন দিয়ে তৃণমূল জনপ্রতিনিধিদের সম্মানিত ও যথাযথ মুল্যায়ন করেছেন। এই নির্বাচনে সদস্যপদে একজন ত্যাগী ও নির্লোভ রাজনৈতিক কর্মী আবু আহমদ জুনুকে মনোনীত করায় তিনি সকল নির্বাচিত জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান বলেন, আবু আহমদের মতো ত্যাগীকর্মীকে সমর্থন করায় তিনি গর্বিত ও আনন্দিত। তিনি আবু আহমদের জন্য সকলের সমর্থন ও দোয়া কামনা করেন।

দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ বেগম, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মাস্টা আহসান ফারুক, সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু ও সাখাওয়াত হোসেন শিবলী, প্রচার সম্পাদক হেলাল উদ্দীন চৌধুরী, আওয়ামী লীগ নেতা শেখ মো. টিপু চৌধুরী, আবুল কাশেম বাবলু, কাউন্সিলর হেলাল উদ্দীন চৌধুরী, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, বরমা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান, বৈলতলী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল, ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মোরশেদুল আলম, বিভিন্ন ইউপি সদস্য যথাক্রমে জামাল উদ্দীন, মহিলা সদস্যা কহিনুর বেগম, আবদুল মতলব, গোলাম নবী, নওশা মিয়া, শওকত হোসেন, কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী, জাহাঙ্গীর আলম, শাহ আলম, নাজিম উদ্দীন, আবদুল হাই, মো. রাশেদ, বিকাশ বড়ুয়া, আবদুল জব্বার, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম, সোহেল হোসেন মন্টু, কৃষ্ণ চক্রবর্ত্তী, তমিজ উদ্দীন প্রমুখ ।

সমাবেশে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সর্বসম্মতিক্রমে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ১১ নম্বর আসনে পুরুষ সদস্য পদে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, গাছবাড়িয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনুকে একক প্রার্থী হিসেবে মনোনীত করেন। সভায় বক্তাগণ সদস্যপদে আবু আহমদ জুনুকে সমর্থন দেয়ায় সাংসদ নজরুল ইসলাম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমাবেশে উপজেলার ১৩৬ জন তৃণমূল জনপ্রতিনিধিদের মধ্যে ১২৬ জন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.