পুলিশের অপরাধ বাড়ছে

0

জুবায়ের সিদ্দিকী : পুলিশের এক শ্রেণীর সদস্য নানা অপরাধে জড়াচ্ছেন। চাঁদাবাজী, ছিনতাই, মাদক ব্যবসা, শ্লীলতাহানি, জমি ও ফ্ল্যাট দখল, গ্রেফতার বাণিজ্য, ক্ষমতার অপ ব্যবহার, ঘুষ গ্রহণসহ সব ধরণের অপরাধে তারা বিচরণ করছেন।

কনষ্টেবল থেকে শুরু করে উচ্চ পদস্ত অনেক কর্মকর্তা এসব অপরাধে জড়িয়ে পড়ছেন। এসব অপরাধে জড়িয়ে চাকুরীচ্যুত, তিরষ্কার, সতর্ক, গুরুদন্ড, লঘুদন্ডসহ নানা ব্যবস্থা নেওয়া হলেও পুলিশের অপরাধ প্রবণতা কমছেনা। বরং দিন দিন বাড়ছেই।

অভিজ্ঞমহল মনে করেন, কতিপয় পুলিশ সদস্য অপরাধে জড়ালেও এর দায় নিতে হয় গোটা পুলিশ বাহিনীকে। বর্তমানে অপরাধ রোধে বেশ কয়েকটি নির্দেশনাও জারি করা হয়েছে। পুলিশ হেড কোয়ার্টার অপরাধে জড়িত অনেক পুলিশ সদস্যকে সতর্ক করেছে।
পুলিশের সূত্র থেকে জানা গেছে, ২০১১ থেকে ২০১৬ সালের আগষ্ট পর্যন্ত ছয় বছরে নানা অপরাধে জড়িত থাকায় ৭৬ হাজার ৪২৬ জনকে অর্থদন্ড, সতর্ক, বদলী, বরখাস্ত, বাধ্যতামূলক অবসর ও চাকুরীচ্যুত করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.