বিপিএল দ্বিতীয় পর্বের সময়সূচি প্রকাশ

0

খেলাধুলা : চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকায় ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার রংপুর-রাজশাহী ম্যাচ দিয়ে ঢাকা দ্বিতীয় পর্বের খেলা মাঠে গড়াবে। ২৫ নভেম্বরের সন্ধ্যার ম্যাচে বরিশালের মুখোমুখি হবে খুলনা।

চট্টগ্রামে ছয় দিনে মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সাত দলের পয়েন্ট টেবিলে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স। রান রেটে পিছিয়ে থাকায় সমান পয়েন্টে দুইয়ে এক ম্যাচ কম খেলা মাহমুদউল্লাহর খুলনা। সাত ম্যাচে ৮ পয়েন্টে তিনে ঢাকা। সমান পয়েন্টে চতুর্থ স্থানে চিটাগং (আট ম্যাচ)। সাত ম্যাচে বরিশালের সংগ্রহ ৬। সমান ম্যাচে মাত্র এক জয়ে তলানিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চার পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে স্যামি-সাব্বিরের রাজশাহী কিংস (ছয় ম্যাচ)।

ঢাকা দ্বিতীয় পর্বের পূর্ণাঙ্গ সময়সূচি তুলে ধরা হলো:
২৫ নভেম্বর – রংপুর বনাম রাজশাহী (দুপুর দেড়টায় শুরু)
২৫ নভেম্বর – বরিশাল বনাম খুলনা (সন্ধ্যা সোয়া ৬টা)
২৬ নভেম্বর – কুমিল্লা বনাম ঢাকা (দুপুর ১টা)
২৬ নভেম্বর – খুলনা বনাম রাজশাহী (সন্ধ্যা পৌনে ৬টা)
২৭ নভেম্বর – বরিশাল বনাম ঢাকা (দুপুর ১টা)
২৭ নভেম্বর – রংপুর বনাম চিটাগং (সন্ধ্যা পৌনে ৬টা)
২৮ নভেম্বর – রংপুর বনাম রাজশাহী (সন্ধ্যা পৌনে ৬টা)
২৯ নভেম্বর – কুমিল্লা বনাম বরিশাল (দুপুর ১টা)
২৯ নভেম্বর – চিটাগং বনাম খুলনা (সন্ধ্যা পৌনে ৬টা)
৩০ নভেম্বর – রংপুর বনাম ঢাকা (দুপুর ১টা)
৩০ নভেম্বর – কুমিল্লা বনাম রাজশাহী (সন্ধ্যা পৌনে ৬টা)
১ ডিসেম্বর – বরিশাল বনাম রাজশাহী (সন্ধ্যা পৌনে ৬টা)
২ ডিসেম্বর – কুমিল্লা বনাম খুলনা (দুপুর দেড়টা)
২ ডিসেম্বর – ঢাকা বনাম চিটাগং (সন্ধ্যা সোয়া ৬টা)
৩ ডিসেম্বর – রংপুর বনাম বরিশাল (দুপুর ১টা)
৩ ডিসেম্বর – চিটাগং বনাম রাজশাহী (সন্ধ্যা পৌনে ৬টা)
৪ ডিসেম্বর – কুমিল্লা বনাম রংপুর (দুপুর ১টা)
৪ ডিসেম্বর – ঢাকা বনাম খুলনা (সন্ধ্যা পৌনে ৬টা)
৫ ডিসেম্বর – বিশ্রাম
৬ ডিসেম্বর – এলিমিনেটর ম্যাচ (দুপুর ১টা)
৬ ডিসেম্বর – কোয়ালিফায়ার-১ (সন্ধ্যা পৌনে ৬টা)
৭ ডিসেম্বর – কোয়ালিফায়ার-২ (সন্ধ্যা পৌনে ৬টা)
৮ ডিসেম্বর – বিশ্রাম
৯ ডিসেম্বর – ফাইনাল (সন্ধ্যা সোয়া ৬টা)

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.