মনের ইশারায় চলবে টিভি

0

সিটিনিউজবিডি  :    টেলিভিশনের চ্যানেল পরিবর্তনের জন্য এখন থেকে আর রিমোটের বোতাম চাপতে হবে না। শুধু মনে মনে চ্যানেল পরিবর্তনের কথা ভাবলেই হবে। পরিবর্তন হবে চ্যানেল। সম্প্রতি এমনই যন্ত্র আবিস্কারের গুঞ্জন উঠেছে যুক্তরাজ্যে।

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদপত্র বিবিসি দাবি করছে তারা ব্রেইন ওয়েব রিডিং হেডসেট তৈরি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পটি কাজে লাগানো হবে মাইন্ড কন্ট্রোল টিভি স্টুডিও। এই যন্ত্রটি দিয়ে বিবিসির পরীক্ষামূলক ভার্সন বিবিসি আইপ্লেয়ার এবং টিভি অনুষ্ঠানে আগত দর্শকদের উপর পরীক্ষা চালানো হয়।

প্রথম পরীক্ষাটি চালানো হয় বিবিসির ১০জন কর্মচারীদের উপর। তারা হেডসেটটি মাথায় পরে বিবিসি আইপ্লেয়ার চালু করে অনুষ্ঠান দেখতে শুরু করেন। যদিও এই যন্ত্রটি এখনো পরীক্ষা-নীরিক্ষা পর্যায়ে রয়েছে। এটি শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য খুব কাজের হবে। যন্ত্রটি হেডসেটের মাধ্যমে ইলেক্ট্রো এনসেপাফালোগ্রাফি (ইইজি) পদ্ধতিতে ব্রেইন ওয়েভ পরিমাপ করতে পারে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.