প্রধানমন্ত্রী চার দিনের সফরে রোববার হাঙ্গেরি যাচ্ছেন

0

সিটিনিউজবিডি :    হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডাবের আমন্ত্রণে বুদাপেস্ট ওয়াটার সামিটে যোগদান উপলক্ষে রোববার সকালে ঢাকা ত্যাগ করবেন তিনি।
সফরকালে প্রধানমন্ত্রী হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে যৌথভাবে বাংলাদেশ-হাঙ্গেরিয়ান বিজনেস অ্যান্ড ইকোনমিক ফোরাম উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী রোববার সকাল ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বুদাপেস্টের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি বুদাপেস্টের স্থানীয় সময় পৌনে ২টায় ফিরেন্স লিজট্ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছবে।

মিনিস্টার অব স্টেট ফর সিকিউরিটি পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল কো-অপারেশন ইস্টভান মিকোলা, হাঙ্গেরিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর এবং বাংলাদেশে নিযুক্ত হাঙ্গেরিয়ান রাষ্ট্রদূত গিউলা পেথো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।সফরকালে প্রধানমন্ত্রী বুদাপেস্টে ফোরা সিজনস হোটেল গ্রিসহাম প্যালেসে অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী দুদিন বুদাপেস্ট ওয়াটার সামিটের (বিডব্লিউএস-২৯১৬) উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার বক্তব্য রাখবেন। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী তার অফিসে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.