রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে পলিটেকনিক ছাত্রলীগ’র বিক্ষোভ মিছিল

0

মিয়ানমারে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের উপর হামলা, লুণ্ঠন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম পলিটেকনিক ইনষ্টিটিউট ছাত্রলীগ ও ছাত্র-ছাত্রী সংসদের নেতৃবৃন্দ। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে ইনষ্টিটিউট প্র্ঙ্গান থেকে ছাত্রলীগ ও ছাত্র-ছাত্রী সংসদের নেতাকর্মীরা মিছিল বের করে। এ সময় তাদের সাথে বিভিন্ন প্রতিবাদী প্লে কার্ড নিয়ে একাত্মতা প্রকাশ করে সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ।

মিছিলটি পলিটেকনিক থেকে শুরু হয়ে টেকনিক্যাল মোড়, হাশমীক্যাল গেইট হয়ে পুনরায় আবার টেকনিক্যাল মোড়ে এসে শেষ হয়। মিছিলোক্ত সমাবেশে পলিটেকনিক ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সাজিদের সঞ্চালনায় ও ছাত্র সংসদের ভি.পি বেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ এম মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর যুবলীগ নেতা মিল্টন বড়ুয়া, নগর ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, নগর ছাত্রলীগ নেতা নিয়ামুল মুরাদ, আলী হোসেন রাসেল, পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রোমান দাশ, ছাত্র সংসদের জি এস আরিফ হাসান, বহিরাঙ্গন ও ক্রীড়া সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূর আলম মুন্না, বির্তক সহ সম্পাদক ইয়াছিন আরাফাত বাপ্পী, আইন সম্পাদক পারভেজ আহমেদ, সহ সম্পাদক মো: তানভীরুল হক, রাজু সাহা, জয়ন্ত কুমার দাশ প্রমুখ।

বক্তারা বলেন, শান্তিতে নোবেল পাওয়া সুচি সরকার মিয়ানমারে সংখ্যালঘু মুসলিমদের হত্যার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করেছেন। অবিলম্বে রোহিঙ্গাদের উপর হামলা বন্ধ করতে বিশ্ব নেতাদের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা জনি মল্লিক, এমদাদুল ইসলাম, রাসেল জমাদ্দার, মহিম মিজান, রনি কান্তি নাথ, মহিউল আলম, আরমান রিফাত, রফিক, শুভ, রাকিব, রনি, আলমগীর, দ্বীপ দে, মুন্না, মোশাররফ, হানিফ, এহছান, সাজু, মনিময়, বাপ্পী, শহীদ, কামরুল, সাহেদ, পারভেজ, ইকরাম, ফাহাদ, জাহেদ, হিমেল, জুয়েল, শওকত, মোহন, সাহেদ, নাঈম, সোহাগ, রাসেল, রিয়াদ, আকবর, তুষার, সাখাওয়াত, মাহমুদুল, রাজু, মামুন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.