পাহাড়িকা ও উদয়ন ট্রেন সমাচার

0

দিলীপ তালুকদার : সিলেট রেলপথে ২টি ট্রেন চালু রয়েছে। পাহাড়িকা ট্রেনটি সকাল ৮টা ৪৫ মিনিটে ও উদয়ন ট্রেনটি ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম ষ্টেশন ত্যাগ করে। এ দুটি ট্রেন আসা যাওয়া করে চট্টগ্রাম সিলেট রেলপথে।

অত্যন্ত নোংরা, ভাঙ্গা সিট, জরাজীর্ন বগি ও লক্করঝক্করমার্কা ইঞ্জিন নিয়ে ট্রেন দুটি যাত্রী পরিবহন করলেও মানুষের দুর্ভোগ ও ভোগান্তির শেষ নেই। এসি বগি একটি থাকলেও তাতে ছাদ থেকে পানি পড়ে। ১ম শ্রেনীর বগি থাকলেও জরাজীর্ন। সিটগুলো ছেড়া। ভাল কোন বগি নেই। এক যাত্রী বলেন,’ সিলেট হইছে বাংলাদেশের লন্ডন, আমরার ট্রেন হইল গরুরগাড়ি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.