সাহস থাকলে নিরেপক্ষ ও সব দলের অংশগ্রহণে নির্বাচন দিন- মির্জা ফখরুল

0

সিটিনিউজবিডি :  জনগণের প্রতি আস্থা এবং সাহস থাকলে নিরেপক্ষ সরকার ও সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন দিন। এতো ভীত হবেন না সুষ্ঠু নিবার্চন হলে ফলাফল যাই হয় তা মেনে নেবো বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার দুপুরে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার ফর চেইঞ্জ নামক একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।

সরকাররে প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ বের করতে সংলাপের উদ্যোগ নিন। দাম্ভিকতা পরিহার করুন। দেশ বিভক্ত করার চক্রান্ত থেকে বের হয়ে এসে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন।

ফখরুল বলেন, ‘বীর উত্তম জিয়াউর রহমানের সমাধি সরানোর ষড়যন্ত্র করছেন। করতেই পারেন। আপনাদের হাতে বন্দুক, অস্ত্র আছে, কিন্তু এসব দিয়ে কিছু টিকিয়ে রাখা যাবে না। জিয়াউর রহমানের পদক কেড়ে নিয়ে তার বিরুদ্ধে অশ্লীল, অশ্রাব্য কথা বলে কোনো লাভ হবে না। দিজ ইজ জিয়াউর রহমান। জনগণ তাকে ধারণ করে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.