যমুনা টিভির প্রতিবেদন সরিয়ে নিতে জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশ

0

সিটিনিউজবিডিঃ গত ৫ জুন রাত ৯টায় যমুনা টেলিভিশনে প্রচারিত ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রী নামক অনুষ্ঠানে জলবায়ু তহবিল নয়ছয় শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করে। এই প্রতিবেদনে সুখী বাংলা ফাউন্ডেশন এবং সাবেক পরিবেশমন্ত্রী ড.হাছান মাহমুদকে জড়িয়ে ভুল ও মিথ্যা তথ্য পরিবেশন করা হয়। প্রতিবেদনটি প্রচারের পরপরই সুখী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন তথ্য-প্রযুক্তি আইনে এবং ড.হাছান মাহমুদের পক্ষে তার ব্যক্তিগত সহকারি এনায়েতুর রহিম চট্টগ্রাম জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠানটির প্রতিবেদক এবং উপস্থাপকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। আদালত মানহানির মামলাটি আমলে নিয়ে দুই আসামিকে এক মাসের মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন এবং অপর মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাকে নির্দেশ প্রদান করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.