বার্সার বিপক্ষে রিয়ালের ড্র

0

খেলাধুলা : শেষ মুহূর্তে অধিনায়ক সার্জিও রামোসের গোলে বারুদে ঠাসা এল ক্ল্যাসিকোয় বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের পর শীর্ষে রিয়াল, জয় না পেলেও আপাতত দুইয়ে বার্সা। দুই মেরুতে থেকে মাঠে নেমেছিল বার্সা-রিয়াল। বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে আতিথ্য নেয় রোনালদো বাহিনী।

টানা ৩২ ম্যাচ অপরাজিত থেকে খেলতে নামে জিনেদিন জিদানের রিয়াল। অন্যদিকে, সব প্রতিযোগিতা মিলিয়ে গত পাঁচ ম্যাচের তিনটিতেই পয়েন্ট খোয়ানো বার্সা নিজেদের মাঠে নামে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের থেকে ৬ পয়েন্ট পিছিয়ে থেকে ম্যাচ শুরু করে কাতালানরা।

প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচের ২১ মিনিটের মাথায় নেইমারের দারুণ শট রুখে দেন রিয়ালের গোলরক্ষক নাভাস। পরের মিনিটে রিয়ালের ফরাসি তারকা বেনজেমার শট প্রতিহত হয় বার্সার রক্ষণে।

২৮ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন বার্সার ব্রাজিলিয়ান তারকা নেইমার। ভাসকেসকে ফাউল করার দায়ে তাকে এক ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। এক মৌসুমে এটি নেইমারের পঞ্চম হলুদ কার্ড। ফলে, নিয়মানুযায়ী পরের ম্যাচে ওসাসুনার বিপক্ষে বার্সার হয়ে থাকতে পারবেন না নেইমার। বিরতির আগে গোলশূন্য অবস্থায় থাকতে হয় বার্সা-রিয়ালকে।

বিরতির পর ম্যাচে লিড নেয় বার্সা। স্বাগতিকদের হয়ে গোল করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। ম্যাচের ৫৩তম মিনিটে নেইমারের ফ্রি-কিক থেকে পাওয়া বলে হেড করেন সুয়ারেজ। নাভাসকে ফাঁকি দিয়ে রিয়ালের জালে বল জড়ালে ১-০তে এগিয়ে যায় স্বাগতিক বার্সা।

খেলা শেষ হওয়ার মাত্র ১ মিনিট আগে রিয়ালকে সমতায় ফেরানোর সুযোগ পান রোনালদো; কিন্তু দারুণ হেড করার সুযোগ নষ্ট করেন তিনি। এর একটু পরই রিয়ালকে সমতায় ফেরান সার্জিও রামোস। লুকা মডরিচের ফ্রি কিক থেকে ভেসে আসা বলে দারুণ হেডে স্টেগানকে পরাস্ত করেন রামোস।

এই ম্যাচের পর পয়েন্ট টেবিলের দুইয়েই থাকলো বার্সা। ১৪ রাউন্ড শেষে সর্বোচ্চ ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। জয় না পেলেও আগের পয়েন্টের সঙ্গে আরও এক পয়েন্ট নিয়ে বার্সার সংগ্রহ বেড়ে দাঁড়ালো ২৮।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.