মায়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যা বন্ধের দাবীতে নাগরিক পরিষদের মানববন্ধন

0

চট্টগ্রাম : সম্প্রতি মায়ানমারে বাঙ্গালী মুসলিম নাগরিকদের হত্যা, নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রাম নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের উদ্যোগে গত ৩ নভেম্বর বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা, মালেশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ডক্টর মাহামুদ হাসান।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের ভাইস চেয়ারম্যান হাছিনা জাফর ও মহা সচিব মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক মুছা কলিমুল্লাহ, নজরুল গবেষক এম.এ সবুর, লায়ন এম.এ হোসেন বাদলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, (অবঃ) অতিরিক্ত পুলিশ সুপার ফরিদ মিয়া, আমারদেশ পত্রিকার ব্যুরো চীফ জাহিদুল করিম কচি, তানভীর রহমান বাপ্পী, তারেক খান চৌধুরী, লায়ন এ.এম.এস আলম, সেলিম উদ্দিন চৌধুরী শিক্ষক নেতা এম.এ মোমেন চৌধুরী, মনিরুল আনোয়ার, আব্দুল মাবুদ, এম.এ পাশা চৌধুরী, নাজমুল হক চৌধুরী, স্বপন কুমার দাশ, সুরকার ইমরান, মতিউর, শিল্পী কুমার, সেলিম উদ্দিন চৌধুরী, চগোফরান চৌধুরী, সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন, একেএম আবু ইউসুফ, মোঃ এনামুল হাসান, মোঃ সোহেল তাজ, মোঃ কামাল হোসেন, কলিম শেখ, স.ম. জিয়াউর রহমান। বক্তারা বলেন, মায়ানমারের নির্যাতন আইয়েমে জাহেলিয়াকে হার মানিয়েছেন। শ্রীঘ্রই এ নির্যাতন বন্ধ হওয়া প্রয়োজন।

রোহিঙ্গায় নির্যাতনে মানবিক বিপর্যয় ঘটেছে। তাদের সংকটময় পরিস্থিতি থেকে উত্তোরনের জন্য বিশ্ব স¤প্রদায়, মানবাধিকারকর্মী, সর্বোপরি জাতি সংঘকে উদ্যোগ নিতে হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.