চন্দনাইশে ছাত্রলীগের সমাবেশ

0

এস কফিল : চন্দনাইশের সাতবাড়িয়ায় ছাত্রলীগের সমাবেশে গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস. চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী বলেছেন,স্বাধীনতা সংগ্রাম সহ দেশের সকল প্রয়োজনে ছাত্রলীগ দেশের ছাত্র সমাজের নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এক অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর কর্মদক্ষতা, সাহস তাঁকে বিশ্বনেত্রীতে পরিণত করেছে। ইন্শাল্লাহ ২০৪১ সালের আগেই এই দেশ বিশ্বে অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হবে, কোনো ষড়যন্ত্র এই অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না।

ছাত্রলীগকে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানমনস্ক শিক্ষায় সুশিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। সকল ইউনিটে পরিচ্ছন্ন ও মেধাবী ছাত্রদের সমন্বয়ে ছাত্রলীগের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। চন্দনাইশে চলমান উন্নয়ন কার্যক্রম যাতে সুন্দর পরিকল্পিতভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে আওয়ামীলীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। জনগণের দুঃখ দুর্দশায় পাশে থাকতে হবে।

সাতবাড়িয়া ছাত্রলীগের এক বিশাল কর্মীসমাবেশ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আ.স.ম মাহাবুবুল আলম রিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমদ জুনু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: শাখাওয়াত হোসেন শিবলী, কেন্দ্রীয় যুবলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক মীর মো: মহিউদ্দিন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক আবদুল আলীম, উপজেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির মাস্টার, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান, আওয়ামলীগ নেতা মোরশেদুল আলম, বেলাল হোসেন মিঠু, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক খোরশেদুল আলম ইমতিয়াজ।

উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি এস.এম. রাশেদ ও সাধারণ সম্পাদক মো: হোসেন’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিকলীগ নেতা এইচ.এম. আকতার উদ্দিন, যুবলীগ নেতা মাহম্মদ হোসেন, ফোরক আহমদ, সোহেল হোসেন মন্টু, আজাদ হোসেন টিপু, জহির উদ্দিন বাবুল, আবদুল্লাহ আল মামুন, কাজী খোরশেদ, ছাত্রলীগ নেতা আসহাব উদ্দিন হিরু, মফিজুর রহমান, কাজী আরমান, সাইফুদ্দিন রাসেল, হুমায়ুন, মাহফুজ, ইলিয়াছ প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.