আল্লামা জালালুদ্দীন আলকাদেরী (রহ.) এর স্মরণ সভা

0

চট্টগ্রাম : জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সকল শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় সকাল ১১ টায় মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানেকাহ শরীফে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক সফল অধ্যক্ষ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্ণর এবং চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদের খতিব অধ্যক্ষ আল্লামা জালালুদ্দীন আলকাদেরী (রহ.) এর স্মরণ সভা মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ সোলায়মান আনসারী (মুজিআ)’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক গবেষক আল্লামা আব্দুল মান্নান (মুজিআ)। প্রধান অতিথি ছিলেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আলহাজ্ব আনোয়ার হোসেন। তিনি বলেন, আল্লামা জালালুদ্দীন আলকাদেরী (রহ.) ছিলেন ইসলাম বিকৃতকারী বাতিল অপশক্তির বিরুদ্ধে সর্বদা সোচ্চার। মুষ্ঠিমেয় বাতিলরা ছাড়া তিনি সকলের কাছ থেকে সম্মান ও স্বীকৃতি পেয়েছেন। তিনি জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার কৃতিত্বের সাথে ১০ বছর মুহাদ্দিস এবং ৩৩ বছর অধ্যক্ষ পদে আসীন ছিলেন।

যুল-ইয়ামিন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আ.ব.ম. শরীফ উল্লাহ এবং সম্পাদক শাহজালালের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, শেরে মিল্লাত আল্লামা ওবাইদুল হক নঈমী, আল্লামা মুফতি অছিয়র রহমান, গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শাহজাদ ইবনে দিদার, আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ, আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী,আল্লামা মুফাচ্ছের ছালেকুর রহমান, আবুল আসাদ মোহাম্মদ জোবাইর রজভী, আল্লামা বখতেয়ার উদ্দিন, অধ্যাপক রেজাউল করিম, আল্লামা হাফেজ আনিসুজ্জামান আলকাদেরী, আল্লামা ইউনুস রজভী, অধ্যক্ষ মাহবুবুল আলম, মাওলানা ক্বারী মুহাম্মদ ইব্রাহিম, জালালুদ্দীন আলকাদেরী (রহ.) এর বড় ছেলে ব্যারিস্টার আবু সাঈদ কাশেম, ভাগিনা ব্যাংকার মোহাম্মদ এসকান্দর, মাওলানা তৈয়বুল ইসলাম তুহিন, মাওলানা হামেদ রেজা, মাওলানা সৈয়দ আবু নওশাদ নঈমী, মাওলানা রাশেদুল ইসলাম চৌধুরী। স্মরণ সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ মুহাম্মদ আতিক, নাতে রাসূল ও হুজুরের শানে মুনাকেব পরিবেশন করেন শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ শওকত, মুহাম্মদ আব্দুল কাদের, মুহাম্মদ আব্দুল করিম, মুহাম্মদ আসাদুজ্জামান, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ সালামত রেজা, হাফেজ বশির আহমদ, হাফেজ মুহাম্মদ ইউসুফ রেজা, আ ল ম হুমাইর কায়সার, হাফেজ মুহাম্মদ আব্দুল ওয়াজেদসহ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সকল শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.