নারীরা আজ প্রতিবন্ধকতা এড়িয়ে উন্নয়নের মূলধারায় সামিল হয়েছে -জেলা প্রশাসক

0

চট্টগ্রাম : “রঙিন পৃথিবীর রঙিন আলো, সকল নারী থাকুক ভালো” শ্লোগানটি প্রতিপাদ্য করে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আজ চট্টগ্রামে উদযাপিত হয়েছে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা।

জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা প্রশাসকের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়। তারা হলেন নুরুন্নাহার, উম্মে তানজিলা চৌধুরী, নার্গিস আক্তার, ছেনোয়ারা বেগম ও নিলীমা বালা দাস।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, নারীরা আজ সমাজ ও সংসারের সকল প্রতিবন্ধকতা এড়িয়ে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত হয়েছে। অনেক ক্ষেত্রে নারীরা পুরুষের তুলনায় ভাল করছে। তিনি ইসলাম ধর্মে নারীর মর্যাদা উল্লেখ করে বলেন, মায়েরা শিক্ষিত হলে তার সন্তান কখনো বিপথে যাবেনা। ফলে সন্ত্রাসী কার্যক্রমের আগ্রাসন রোধ হবে।

তিনি বলেন, শিক্ষিত ও জাগ্রত নারী দুর্নীতি প্রতিরোধে ভুমিকা রাখতে পারে। এ সময় তিনি নারী শিক্ষায় ও নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়ার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অঞ্জনা ভট্টাচার্য, কাউন্সিলর আবিদা আজাদ, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি শাহিনা চৌধুরী, নারী নেত্রী জেসমিন সুলতানা পারু বক্তৃতা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.