চট্টগ্রামে চার কোটি টাকার ইয়াবাসহ ২ আসামী গ্রেফতার

0

সিটিনিউজবিডি :  চট্টগ্রাম শাহ আমানত সেতু সংলগ্ন শহীদ বশিরুজ্জামান চৌধুরী চত্ত্বরে গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন বিশেষ অভিযান পরিচালনা করে ১,৫০,০০০ পিস মাদক ইয়াবা ট্যাবলেট মূল্য অনুমান ৪,০০,৫০,০০০ /- (চার কোটি পঞ্চাশ লক্ষ) টাকাসহ ০১টি পিক আপ ভ্যান আটক করে ।

আজ ৯ ডিসেম্বর শুক্রবার দুপুর ২.৩৫ ঘটিকার সময় উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর ও দক্ষিণ) সিএমপি, চট্টগ্রাম জনাব পরিতোষ ঘোষ এর সার্বিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক জনাব কেশব চক্রবর্তী এর নেতৃত্বে এসআই/মঙ্গল বিকাশ চাকমা, এসআই/সেকান্দর আলী, এএসআই/ইমাম হোসেন, এএসআই/আজাহারুল ইসলাম, এএসআই/শহীদ উল্লাহ সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ।

অভিযানে পিক আপ ভ্যানের (যাহার রেজিঃ নং-চট্ট-মেট্রো-ন-১১-৩২৮০) সামনের কেবিন হইতে ০২টি স্কুল ব্যাগের মধ্যে ১৫টি প্যাকেটে রক্ষিত অবস্থায় সর্বমোট ১,৫০,০০০ পিস মাদক ইয়াবা ট্যাবলেট সর্বমোট মূল্য অনুমান ৪,০০,৫০,০০০ /- (চার কোটি পঞ্চাশ লক্ষ) টাকা উদ্ধার পূর্বক পিক আপ ভ্যানটির ড্রাইভার ১) সাব্বির হোসেন (২২), পিতা-আব্দুল শুক্কুর, মাতা-মোছেনা বেগম, সাং-কদমতলী ২৯ নং ওয়ার্ড, বায়তুল জান্নাত, থানা- সদরঘাট, জেলা-চট্টগ্রাম, ২) রুবেল দে (২৩), পিতা-সন্তোষ দে, মাতা-ছবি দে, সাং-চক্রশালা (অনিল মাস্টারের বাড়ী), থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম দুইজনকে হাতে নাতে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার সীমান্ত এলাকা হতে কম দামে ইয়াবা ক্রয় করে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে বিক্রি করিয়া আসিতেছে বলিয়া স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.