বঙ্গবন্ধুর আদর্শের জয়গান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : চবি ভিসি

0

সিটিনিউজবিডি : বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলার সম্মেলন ২০১৬ উপলক্ষে এক আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ৯ ডিসেম্বর বিকেল ৫টায় চট্টগ্রাম শিশু একাডেমী মুক্ত মঞ্চে সংগঠনের সভাপতি বেসরকারী কারা পরিদর্শক জাবেদ জাহাঙ্গীর টুটুল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ সালাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সভাপতি মিয়া মনসফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক মাঈন উদ্দিন, উত্তর জেলা আওয়ামীলীগনেতা এ.টি.এম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি রাজিবুল আহসান সুমন, চেয়ারম্যান মঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ সৈয়্যদ, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ মোরশেদ উল্লাহ, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক ওসমান গণি মানিক, লেখক শেখ আনোয়ার হোসেন রানা।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা উত্তর জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ ফারুক হোসেন চৌধুরী পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জাহেদুল ইসলাম, সদস্য সচিব বাবর উদ্দিন সাগর, বঙ্গবন্ধু শিশু মেলা দক্ষিণ জেলার সহ-সভাপতি খোরশিদউল আলম খোকন, বঙ্গবন্ধু শিশু মেলা উত্তর জেলার সহ-সভাপতি মাকসুদুর রহমান পারভেজ, মিজানুর রহমান, ইউসুপ আলী বিপ্লব, দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন, ফরিদ আহমদ, মহিউদ্দিন হিরু, উত্তর জেলা মুহাম্মদ ফয়সাল রাশেদুল ইসলাম, রনজিৎ মজুমদার, জবরত উল্লাহ, মানিক সিকদার, এম.এ জাহেদ পলাশ, মিল্লাত হোসেন, ইদ্রিস মিজান, রুপন দাশ, মুহাম্মদ হান্নান উদ্দিন, ইরফান কামাল অপু প্রমুখ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে আমরা আমাদের কাংখিত স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বিদায় আমরা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে নিজেদের যোগ্যতা এবং দক্ষতার মাপকাটিতে এগিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন বিশ্ব মর্যাদার একটি সম্ভবনা ময় রাষ্ট্র হিসেবে এগিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে শিশু-কিশোরদের মাঝে দেশপ্রেম এবং বঙ্গবন্ধুর জীবনাদর্শন ছড়িয়ে দিতে হবে।

সভায় প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু আমাদের চেতনার বাতিঘর হিসেবে চিরদিন বেঁচে থাকবে। বঙ্গবন্ধুর জন্ম বাংলাদেশের সৌভাগ্যের বার্তা। বঙ্গবন্ধুর ইতিহাসের মহানায়ক হিসেবে আমাদের বারে বারে প্রেরণার বার্তা পৌছেদে। তাঁরই সুযোগ্য কন্যার নেতৃত্বে আজ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।

সভায় উদ্বোধক তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে সমগ্র দেশে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে আগামী প্রজন্ম বঙ্গবন্ধুকে আরো জানা পথ সুগম হচ্ছে। সভার শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে সভার উদ্বোধন করেন নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.