বাঁশখালী বৌদ্ধ সমিতির ৬৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন

0

সিটিনিউজবিডি  :     বাঁশখালীর অর্ধলক্ষাধিক বৌদ্ধ জনগোষ্ঠীর একমাত্র সংগঠন ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত বাঁশখালী বৌদ্ধ সমিতির কার্যনির্বাহী কমিটির গঠন কল্পে গতকাল (শুক্রবার) শীলকূপ জ্ঞানোদয় বিহারে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও অন্যপদ গুলো সিলেকশন কমিটির মাধ্যমে অনুমোদন দেওয়া হয়। সাধারণ সম্পাদক পদে সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা ও শিক্ষক প্রশান্ত কুমার বড়ুয়া প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

অপরদিকে সভাপতি পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হন পূর্বের সভাপতি ভদন্ত রাহুলপ্রিয় মহাস্হবির’। সভায় তিন সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি সহ ৬৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন প্রধান উপদেষ্টা শ্রীমৎ ধর্মপাল মহাস্হবির , উপদেষ্টা সদস্য বীরমোহন বড়ুয়া, শিক্ষক সুব্রত বড়ুয়া, সভাপতি শ্রীমৎ রাহুলপ্রিয় মহাস্হবির , উর্ধ্বতন সহ-সভাপতি শ্রীমৎ তিলোকানন্দ মহাস্হবির , সহ-সভাপতি শ্রীমৎ দেবমিত্র মহাস্হবির  , শ্রীমৎ মৈত্রীজিৎ মহাস্হবির , শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া, শিক্ষক যতীন্দ্র বড়ুয়া, তপন বড়ুয়া, সনজিত বড়ুয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা, সহ- সাধারণ সম্পাদক শিক্ষক কুসুম বন্ধু বড়ুয়া, বাসুদেব বড়ুয়া, অনু বড়ুয়া (বাবু), সাংগঠনিক সম্পাদক শিক্ষক রাহুল কান্তি বড়ুয়া, সহঃ সাংগঠনিক সম্পাদক অমিত বড়ুয়া , কোষাধ্যক্ষ বাবুল কান্তি বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকাশ বড়ুয়া , সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শিক্ষক সোমেন বড়ুয়া, শিক্ষা ও সাহিত্য সম্পাদক শিক্ষক সমর সেন বড়ুয়া , সহ শিক্ষা ও সাহিত্য সম্পাদক বিকাশ বড়ুয়া , ধর্মীয় সম্পাদক শ্রীমৎ তিষ্যরক্ষিত ভিক্ষু , দপ্তর সম্পাদক শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া , সমাজ কল্যাণ সম্পাদক শিক্ষক এস. দুকুল বড়ুয়া , সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক উত্তম বড়ুয়া , আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শ্রীমৎ আর্যপ্রিয় মহাস্হবির, আইন বিষয়ক সম্পাদক সুগত রঞ্জন বড়ুয়া, স্বাস্হ্য বিষয়ক সম্পাদক পরিতোষ বড়ুয়া, হিসাব পরীক্ষক টিপু কুমার বড়ুয়া (অভি) সহ হিসাব পরীক্ষক বিপন বড়ুয়া। কার্যকরী সদস্য হলেন, সুভাষ চন্দ্র বড়ুয়া, দেশবন্ধু বড়ুয়া, শিমুল কান্তি বড়ুয়া , মৃদুল কান্তি বড়ুয়া, মিলনবড়ুয়া  (কাউন্সিলর), তুষিত কান্তি বড়ুয়া, বিদর্শন বড়ুয়া, ভূপাল বড়ুয়া, সমরজিৎ বড়ুয়া , সুপ্রিয়বড়ুয়া , শিক্ষক জিতেন্দ্র বড়ুয়া, শিক্ষক মিলন বড়ুয়া, শিক্ষক হিতোষময় বড়ুয়া, শিক্ষক প্রশান্ত কুমার বড়ুয়া, প্রিয়তোষ বড়ুয়া,পলাশবড়ুয়া, সুবোধবড়ুয়া , শচীন্দ্র লালবড়ুয়া , পুলিনবড়ুয়া , তপনবড়ুয়া , অধ্যাপক প্রলয়বড়ুয়া , হিমেল বড়ুয়া বাপ্পা, নোবেলবড়ুয়া , টিপু বড়ুয়া, উদয়ন বড়ুয়া, মানিক বড়ুয়া , শিকাশবড়ুয়া , অসীমবড়ুয়া , রনজিতবড়ুয়া , রতনবড়ুয়া , আদর্শনবড়ুয়া , রুপন বড়ুয়া। কার্যনির্বাহী কমিটির সদস্যরা আগামী ২০১৮ সাল পর্যন্ত দায়িত্বপালন করবেন। এদিকে নির্বাচন ও নির্বাচনত্তোর এক সভা ভদন্ত রাহুলপ্রিয় মহাস্হবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভদন্ত ধর্মপাল মহাস্হবির, ভদন্ত তিলোকানন্দ মহাস্হবির ভদন্ত দেবমিত্র মহাস্হবির, শিক্ষক অনাদী রঞ্জন বড়ুয়া, শিক্ষক সুব্রতবড়ুয়া, শিক্ষক রাহুল কান্তিবড়ুয়া , শিক্ষক প্রশান্ত বড়ুয়া, শিক্ষক দুকুল বড়ুয়া , প্রকাশ বড়ুয়া ও সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা।

নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শিক্ষক সুব্রত বড়ুয়া ও বীরমোহনবড়ুয়া । প্রিসাইডিংয়ের দায়িত্বপালন করেন অবসর প্রাপ্ত শিক্ষক বগলা ভূষন বড়ুয়া, অনাদি রঞ্জন বড়ুয়া , পঙ্কজ ভূষন বড়ুয়া ও ধনঞ্জয় বড়ুয়া।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.