পুলিশের রাজকীয় প্রতিষ্টাবার্ষিকী

0

আনিছ চৌধুরী : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্টার ৩৮ বছর পুর্ন হয়েছে। প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে এবার সবচেয়ে বর্নাট্য ও ব্যয়বহুল আয়োজন করেছিল সিএমপি। পথে পথে তোরন, সভা-সমাবেশ, বর্ণিল আলোকসজ্জ্বা, থানায় থানায় ভুরিভোজ, দেশবরেন্য শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্টান সহ বিভিন্ন আয়োজন ছিল সিএমপির ব্যবস্থাপনায়। অনুসন্ধানে জানা গেছে, সর্বমোট খরচ নির্ধারন করেছিল ১ কোটি টাকা।

এর মধ্যে নগরীর ১৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে সিএমপি সংগ্রহ করেছে ৪০ লাখ টাকা। একটি ইভেন্ট ম্যানেজমেন্টকে বিজ্ঞাপন নিয়ে ১০ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। শিল্পগ্রুপ এবং কমিউনিটি পুলিশের তালিকায় যারা আছে তাদের কাছ থেকেও নেওয়া হয়েছে।

নগরীর ১৬টি থানা, ৩০টি ফাঁডি ও দামপাড়া পুলিশ লাইনের রিজার্ভ সদস্য মিলিয়ে প্রায় ৫ হাজার পুলিশ সদস্যের জন্য রাতে খাবারের আয়োজন ছিল। গত ৩০ নভেম্বর এই রাজকীয় অনুষ্টানের জন্য পথে পথে ছিল তোরন। নগরীতে আইনশৃঙ্খলার কোন উন্নতি না হলেও সিএমপির এই বর্নাট্য ও রাজকীয় অনুষ্টান ও কোটি টাকা করে প্রতিষ্টা বার্ষিকী এভাবে অতীতে না হলেও এবারই প্রথম।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.