২০১৮ সালের মধ্যে ঢাকা-কক্সবাজার ট্রেন : রেলপথ মন্ত্রী

0

সিটিনিউজবিডি : রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি বলেছেন, ২০১৮ সালের মধ্যে ঢাকা-কক্সবাজার ট্রেন চালু হবে। এ জন্য সরকার কাজ করে যাচ্ছে।

রোববার বিকেলে কমলাপুর স্টেশনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‘ঢাকা-সিরাজগঞ্জ-ঢাকা রুটে’ নতুন ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ট্রেনে যাত্রী সেবার মান উন্নয়নে জোরালোভাবে কাজ শুরু করে। তারই অংশ হিসেবে ঢাকা থেকে বিভিন্ন জেলার সঙ্গে নতুন-নতুন ট্রেন চালু হয়েছে। পাশপাশি ট্রেনে যাত্রী সেবার মান উন্নয়নে নতুন বগি-ইঞ্জিন সংযোজন করা হয়েছে। ট্রেনের জন্য আগের মতো ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় না।’

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম রুটে ইতোমধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত অনেক ধরনের কোচ চালু করা হয়েছে। যাত্রী সেবার মান উন্নয়ন করা হয়েছে। ঢাকা-কক্সবাজার সরাসরি ট্রেন যাত্রী সাধারণের অনেক দিনের আশা। এ বিষয়টি মাথায় রেখেই এ রুটে ট্রেনের লাইন বসানো ও নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করা হচ্ছে ১৮ সালের মধ্যে এ সেবা চালু করতে পারবে রেলওয়ে।’

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। নির্বাচনী ট্রেনে খালেদা জিয়া উঠতে না পারলে বিএনপির অস্তিত্ব থাকবে না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.