ডাল মে কুচ কালা হ্যায়

0

কামরুল ইসলাম দুলু : চট্টগ্রাম ওয়াসার পাইপলাইন ফেটে নগরীতে বিভিন্ন সড়কে পানিতে ভাসছে। অধিকাংশ স্থানে পাইপ ফেটে পানি যাচ্ছে নালা নর্দমায়। লিকেজ রিপেয়ার করছে ওয়সা। নগরীতে ৫০ বছরের পুরনো পাইপলাইনে পানি সরবরাহ করায় নানা স্থানে পাইপ পানির প্রেসার নিতে পারছে না। অন্যদিকে মাত্র ২ মাস পুর্বে ওয়াসা অর্ধলক্ষ টাকার চেয়ে বেশি টাকা খরচ করে বেপারীপাড়ার গভীর নলকুপ বসিয়েছে। স্থানীয় জনগন বলছে, হালদার পানিই যখন আসবে তাহলে এই গভীর নলকুপ বসাল কেন ওয়াসা? নিশ্চয় ডালমে কুচ কালা হ্যায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.