জ্ঞান পিপাসুদের বইমেলায় আসা উচিত

0

সিটিনিউজবিডি : আজ ১২ ডিসেম্বর সোমবার বিকালে চট্টগ্রাম মুসলিম হল প্রাঙ্গনে আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ট্রাস্টের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও মহান বিজয় দিবস উপলক্ষে ০৮ দিনব্যাপি বইমেলার ৩য় দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, বইমেলা হচ্ছে লেখক, পাঠক ও সর্বস্তরের জনতার নিকট বইকে পৌঁছে দেওয়ার সেতুবন্ধন। বই হচ্ছে শিখবার, জানবার ও জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যম। দেশ ও জাতি গঠনে বইয়ের ভূমিকা সবচেয়ে বেশি। শিক্ষা বা জ্ঞান আহরণ ছাড়া কোনো দেশের বা কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। আর সহজ উপায়ে মানুষের মধ্যে শিক্ষা ও জ্ঞানের আলো ছড়াতে সমাজের জন্য বই অপরিহার্য। বইমেলা জ্ঞানের মেলা, জ্ঞান পিপাসুদের বইমেলায় আসা উচিত।

মেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রফেসর ইফতেখার উদ্দীন চৌধুরী। বিকাল আড়াই টায় ১ম অধিবেশনে বইমেলা প্রস্তুতি কমিটির সদস্য সচিব স উ ম আবদুস সামাদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস এম রফিকুল ইসলাম।

দ্বিতীয় অধিবেশনে বইমেলা প্রস্তুতি কমিটির আহ্বায়ক আল্লামা কাযী মঈনুদ্দীন আশরাফীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার। বিশেষ আলোচক ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনুচ, ড. মুহাম্মদ ফরিদ উদ্দিন।

আলোচনা সভা সঞ্চালনা করেন জি. এম শাহাদত হোসাইন মানিক। উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম জিহাদী, সংগঠক নঈম উল ইসলাম, মাষ্টার আবুল হোসাইন, মুহাম্মদ আবু তৈয়্যব চৌধুরী, জসিম উদ্দিন মাহমুদ, ফরিদুল ইসলাম, মুহাম্মদ আলমগীর হোসাইন, হুসাইন মুহাম্মদ এরশাদ, এম এ রহিম কাদেরী, মুহাম্মদ সাহাবুদ্দীন, মুহাম্মদ নুরুল ইসলাম হিরু, মুহাম্মদ দিদারুল ইসলাম, মুহাম্মদ সাইফুদ্দীন, মুহাম্মদ আব্দুল আলিম, মুহাম্মদ নাজিম উদ্দিন খান প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের দুর্লভ চিত্র প্রদর্শনী ও বই মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ ছালামত রেজা কাদেরী, মুহাম্মদ ক্বারী গিয়াস উদ্দিন, মুহাম্মদ রাকিবুল ইসলাম, মুহাম্মদ আমিনুল ইসলাম সহ রজভীয়া নূরীয়া ইসলামি সাংস্কৃতিক ফোরামের শিল্পীবৃন্দ।
আগামীকাল ১৩ ডিসেম্বর বইমেলার চতুর্থ দিবসে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম। প্রধান আলোচক থাকবেন বিশিষ্ট কলামিস্ট ও শিক্ষাবিদ অধ্যাপক মাছুম চৌধুরী। মেলায় সর্বস্তরের জনতাকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মেলা প্রস্তুতি কমিটির সদস্য সচিব স উ ম আবদুস সামাদ।
উল্লেখ্য- মেলার সহযোগিতায় রয়েছেন পিএইচপি ফ্যামিলি, আঞ্জুমানে রাহ্মাতুল্লিল আলামিন ট্রাস্ট, রাহ্মাতুল্লিল আলামিন হজ্ব কাফেলা ও মিডিয়া পার্টনার বিজয় টিভি, দৈনিক আজাদী, দৈনিক পূর্বদেশ ও এস.এন.এন ২৪ ডট কম।
প্রতিদিন মেলার মূল অনুষ্ঠান দুপুর ২.৩০মি: থেকে শুরু হয়ে ২টি অধিবেশনে রাত ৮.০০টা পর্যন্ত চলবে। প্রথম অধিবেশন বিকাল ২.৩০ মিনিট থেকে বিকাল ৩.৫০মিনিট এবং দ্বিতীয় অধিবেশন বিকাল ৪.১৫ মিনিট থেকে রাত ৮.০০ মিনিট পর্যন্ত চলবে। বুক স্টল দুপুর ১২ থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে। কর্মসূচির মধ্যে থাকছে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ, নাতে রাসূল (দ:) পরিবেশন, রাসূল (দ:)’র শানে নিবেদিত কবিতা পাঠের আসর, দেশাত্মবোধক সংগীত পরিবেশন, নতুন বইয়ের প্রকাশনা উৎসব, মোড়ক উন্মোচন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) ও মহান মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কিত আলোচনা সভা, মহান মুক্তিযুদ্ধ ও ইসলামের ইতিহাস-ঐতিহ্যের দুর্লভ চিত্র প্রদর্শনী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.