আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত

0

সিটিনিউজবিডি : “সাম্য ও মানবতার মন্ত্রে শোষণের কারাগার ভাঙবোই” এই স্লোগানকে ধারণ করে প্রতি বছরের ন্যায় শহিদ বুদ্ধিজীবী দিবস স্মরণে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের উদ্যোগে আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা চুড়ান্ত পর্ব ১৬ ডিসেম্বর বিকেল ৩টায় নগরীর চেরাগী পাহাড় চত্বরে অনুষ্ঠিত হয়।

এতে বিতর্ক প্রতিযোগিতা চুড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অফ ডিবেট (ঈটঝউ) এবং বিজিসি ট্রাস্ট ডিবেটিং সোসাইটি। “বিদ্যুৎতের চাহিদা পূরণের কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অগ্রাধিকার দেওয়া হোক” বিষয়ে চুড়ান্ত পর্বের প্রতিযোগি দুই দলের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, সদস্য সচিব চন্দন দাশ, ছাত্র ইউনিয়ন, চট্টগ্রম জেলা সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য নাহিদা আল মোস্তফা ও চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সংসদের বিপ্লবী সভাপতি ভৌমিক অটল।

আলোচনা সভায় জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক আতিক রিয়াদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা সংসদের বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সরোয়ার।

আলোচনায় বক্তারা বলেন, স্বাধীনতার ৪৫ বছরে এসেও স্বাধীনতার মূল লক্ষ্য অর্থনৈতিক মুক্তি আজো অর্জিত হয়নি। শাষক শ্রেণী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করার কারণে সংবিধানে ধর্মনিরপেক্ষতার মূলনীতি আজ প্রশ্নবিদ্ধ হওয়ায় সা¤প্রদায়িক রাজনীতি এখনো নিষিদ্ধ হয়নি। অবিলম্বে সকল সা¤প্রদায়িক সংগঠন নিষিদ্ধের দাবি জানান নেতৃবৃন্দরা।

নেতৃবৃন্দ আরো বলেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে শুধুমাত্র সুন্দরবন নয় বরং পুরো দেশের পরিবেশ ক্ষতিগ্রন্থ হবে। অবিলম্বে রামপাল প্রকল্প বাতিলের দাবি জানান তাঁরা। আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান দল হিসেবে চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অফ ডিবেট (ঈটঝউ) এবং রার্নাস আপ দল বিজিসি ট্রাস্ট ডিবেটিং সোসাইটি। এবং সেরা বিতার্কিক মাহাবুবুর রহমানকে পুরষ্কৃত করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.