বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর বিজয় দিবস উদযাপন

0

বাবর মুনাফ : একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাশের স্মরণে বোয়ালখালীতে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে গত ১৬ ডিসেম্বর ‘‘মহান বিজয় দিবস” যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।

কর্মসূচীর মধ্যে ছিল সকালে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী অর্পন, বিজয়র‌্যালী, ঢোলবাদন। বিকেলে গনসংগীত, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
সকালে বিনয়বাঁশীর সুযোগ্য পুত্র বাবুল জলদাশের নেতৃত্বে বর্ণাঢ্য ঢোলবাদনের মাধ্যমে বিজয়র‌্যালী শেষে বোয়ালখালী উপজেলা স্মৃতিসৌধে বীর শহীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।


বিকাল ৩টায় পূর্ব গোমদন্ডী সেবাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সভাপতি উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা ভাইস-চেয়ারম্যান জনাব ওবাইদুল হক হক্কানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর, বোয়ালখালী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী বক্তব্য দেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরিচালক বিপ্লব জলদাশ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ খোরশেদ আলম চৌধুরী, দোলন দাশ প্রমুখ।

শেষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় গণসংগীত, কবিতা আবৃত্তি, একক সংগীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে গণসংগীত, কবিতা আবৃত্তি ও একক সংগীত পরিবেশন করেন মুমু চৌধুরী, একা চৌধুরী, নিলা দাশ, জয়া দাশ, পিংকি দাশ, কনিকা দাশ, অর্পিতা ঘোষ, মীম চৌধুরী, শান্তু দাশ, রিয়া চৌধুরী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.