উখিয়ায় বিজয় দিবস পালিত

0

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) : জঙ্গীবাদ, সন্ত্রাস, নাশকতা ও যুদ্ধপরাধী মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মহান ৪৫ তম বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় কক্সবাজারের উখিয়ায় পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে একুশ বার তোপুর ধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন।

উখিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে পষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, উখিয়া থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠন।

বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিটে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনার শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন ও সহকারী কমিশনার (ভুমি) এইচ এম নুরুদ্দিন মোঃ শিবলী নোমান, সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোঃ আব্দুল মালেক মিয়াঁ, উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উখিয়া কলেজ, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, উপজেলা জাতীয় পার্টি পুষ্পমাল্য অর্পন করেন।

এছাড়াও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, জালিয়া পালং ইউনিয়ন আওয়ামীলীগ বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। গতকাল শূক্রবার সকাল ৯ টার দিকে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম, সহকারী কমিশনার (ভুমি) এইচ এম নুরুদ্দিন মোঃ শিবলী নোমান, উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, অধ্যক্ষ মিলন বড়ুয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া, সমবায় কর্মকর্তা কবির আহমদ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমদ, উখিয়া রিসোর্স সেন্টারে ইন্সফেক্টর অশোক কুমার আচার্য্য।

এছাড়াও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.