দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে ডিপ্লোমা প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে

0

বাবর মুনাফ : মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত রক্তস্নাত বিজয়ের ৪৬ তম বার্ষিকীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার যৌথ উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা আমবাগানস্থ’ আইডিইবি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আইডিইবি জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আবু বাছেতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি জাফর আহমেদ সাদেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুক্তিযোদ্ধা এইচ কে নাথ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্কাস আলী। বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার প্রচার সম্পাদক সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইডিইবির সহ সভাপতি আবু তাহের, মোঃ রহিমউল্লাহ, আব্দুল খালেক, মোঃ আখতার, ইসমাইল হোসেন, আবু জাফর, ছিদ্দিক হোসেন, আলমগীর হোসেন, হাসমত আলী, লিংকন মজুমদার, রবিউল হোসেন প্রমুখ।
আলোচনা সভার পূর্বে বিজয় র‌্যালী আইডিইবি ভবন চত্তর হতে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফয়েজলেক বদ্ধভূমি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে পুনরায় আইডিইবি ভবণ চত্ত্বরে এসে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাফর আহমেদ সাদেক বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ উন্নয়ন অগ্রযাত্রার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে সমাজের অংশ হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সকল অপশক্তি রুখে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.