চকরিয়ায় গুদাম থেকে চোরাই ইউরিয়া সার জব্দ

0

চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় অনুমোদনবিহীন অতিরিক্ত সার গুদামে মওজুদ করায় ৩৮৯বস্তা ইউরিয়া সার জব্দ করেছে প্রশাসন। গত ১৮ ডিসেম্বর বিকাল ২টায় উপজেলার ডুলাহাজারা বাজারের বিজয় রঞ্জন দে নামক এক ডিলারের গুদাম থেকে এসব সার জব্দ করা হয়।

চকরিয়া উপজেলা কৃষি অফিসার আতিক উল্লাহ জানান, ডুলাহাজারা ইউনিয়নের সার ডিলার বিজয় রঞ্জন দে অনুমোদন বিহীন চট্টগ্রাম থেকে অতিরিক্ত ইউরিয়া সার এনে পাচারের উদ্দেশ্যে তার গুদামে মওজুদ করে।

এসময় গোপন সংবাদ পেয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাহেদুল ইসলামের নেতৃত্বে কৃষি বিভাগের কর্মকর্তারা ডুলাহাজারাস্থ তার গুদামে অভিযান চালিয়ে ৩৮৯ বস্তা ইউরিয়া সার জব্দ করে। ওইসময় অভিযানের আগাম খবর পেয়ে সার ডিলার বিজয় রঞ্জন দে পালিয়ে যায়।

বিকাল ৪টার দিকে কৃষি বিভাগের লোকজন ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের সহায়তায় জব্দকৃত সার গুলো উপজেলায় নিয়ে যায়।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: সাহেদুল ইসলাম জানান, অনুমোদন বিহীন চাহিদার অতিরিক্ত সার গোপনে মওজুদ রাখার খবর পেয়ে গুদামে অভিযান চালানো হয়। জব্দকৃত সার গুলো নিলামে বিক্রি করা হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.