অগ্নি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে

0

বাবর মুনাফ : অসাবধানতার কারণে অনেক সময় বেশিরভাগ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাই অগ্নি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

গতকাল ১৮ ডিসেম্বর রবিবার দুপুরে ফায়ার সার্ভিস সপ্তাহ’১৬ উপলক্ষে বোয়ালখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনে মহড়া প্রদর্শনী ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে বোয়ালখালীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্নিকান্ডসহ সকল দূর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দীন চৌধুরী।
সভাপতিত্বে করেন পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ।
ফায়ারম্যান কায়সার মাহমুদের সঞ্চালনায় ও লিডার সাবের আহমদের সালাম প্রদর্শনের মধ্য দিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন ইনচার্জ শোয়াইব হোসেন মুন্সী, শিক্ষক আবদুস সোবাহান।
পরে বোয়ালখালীর প্রত্যন্ত অঞ্চলে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া প্রদর্শন করে বোয়ালখালী ফায়ার সার্ভিস এর কর্মীরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.